‘আল-লু’লু’ ওয়াল মারজন’ হাদীসশাস্ত্রের শ্রেষ্ঠ ইমাম – ইমাম বুখারী (র) ও ইমাম মুসলিম (র) কর্তৃক ঐকমত্য পোষণকৃত (মুত্তাফাকুন ‘আলাইহ্) হাদীসসমূহের সংকলন। এর অর্থ ‘হিরে এবং মুক্তো’। হাদিসের মান এবং বিশুদ্ধতা জন্য এইরূপ নাম করণ করা হয়েছে। মূল বইটি সংকলন করেছেন ফুয়াদ আবদুল বাকী। বাংলায় অনুবাদ করে প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স। বইটি প্রত্যেক মুসলিম-এর ব্যক্তিগত সংগ্রহের থাকা উচিত।
ফেসবুকে যারা মন্তব্য করেছেনঃ
(Visited 4,697 times, 1 visits today)