নবী ও রাসূলগণের জীবনালেখ্য জানা ও তা থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের মুসলমানদের অপরিহার্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি বাংলাদেশের বস্তুনিষ্ঠ ইতিহাস খুবই দুর্লভ। দুই খণ্ডের এই বইটিতে কুরআনের আলকে আদম, নূহ, ইদরীস, হূদ, ছালেহ, ইবরাহীম, লূত, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব, ইউসুফ, আইয়ূব, শু‘আয়েব, মূসা, হারূণ, ইউনুস, দাঊদ, সুলায়মান, ইলিয়াস, আল-ইয়াসা‘, যুল-কিফ্ল, যাকারিয়া, ইয়াহ্ইয়া, ঈসা (আ) ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনী ও তা থেকে শিক্ষণীয় বিষয়সমূহ আলোচনা করা হয়েছে।

 

 

ফেসবুকে যারা মন্তব্য করেছেনঃ

(Visited 4,003 times, 1 visits today)