ইসলামের ভিত্তি: কুরআন ও সুন্নাহ
ইসলামের ভিত্তি সুদৃঢ়ভাবে কুরআন ও সুন্নাহ, অর্থাৎ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর হাদীসের ওপর নির্ভরশীল। যারা কেবল কুরআনকে মেনে হাদীসকে শরীয়তের দলীল হিসেবে অস্বীকার করে, তারা চরম ধর্মদ্রোহিতার পথ বেছে নেয়। বস্তুত, হাদীস বা সুন্নাহও কুরআনের মতোই ওহী। কুরআনকে সঠিকভাবে বোঝার জন্য হাদীসের গুরুত্ব অপরিসীম। হাদীসকে অস্বীকার করা মানে কুরআনকেই অস্বীকার করা, যার ফলে ব্যক্তি ধর্মচ্যুত হয়ে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাই ইসলামের পূর্ণাঙ্গতার জন্য হাদীস ও সুন্নাহর গুরুত্ব অপরিসীম।
হাদীস সংরক্ষণ ও সংকলনের ইতিহাস
রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র হাদীসসমূহ যুগ যুগ ধরে নির্ভরযোগ্য মাধ্যমে সহীহ ও শুদ্ধভাবে সংরক্ষিত ও সংকলিত হয়ে আসছে। হাদীস সংরক্ষণের এই পবিত্র কার্যধারা সাহাবীদের যুগ থেকেই অব্যাহত রয়েছে। অসংখ্য মনীষী হাদীস সংরক্ষণের এই মহৎ কাজে নিজেদের উৎসর্গ করেছেন। ইমাম নববী (রহ.) তাঁদের মধ্যে এক স্মরণীয় নাম। হাদীস শাস্ত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তিনি হাদীসের সেবায় নিজের জীবন উৎসর্গ করে অসংখ্য নির্ভরযোগ্য গ্রন্থ রচনা করেছেন, যা মুসলিম উম্মাহর জন্য অমূল্য সম্পদ।
রিয়াযুস সালিহীন: একটি যুগোপযোগী হাদীস সংকলন
একজন মুসলমান কিভাবে উত্তম চরিত্র ও আখলাকের মাধ্যমে জেনে-বুঝে দ্বীনের ওপর আমল করে জীবনযাপন করবে, সে ব্যাপারে বর্ণিত প্রায় সব গুরুত্বপূর্ণ হাদীসের এক যুগোপযোগী ও অতি মূল্যবান সংকলন হলো ইমাম নববী (রহ.) কর্তৃক প্রণীত ‘রিয়াযুস সালিহীন’। দীর্ঘ পরিশ্রম ও গভীর গবেষণার ফসল এই কিতাব।
এতে ইখলাস, তাওবা-ইস্তেগফার, তাকওয়া, তাওয়াক্কুল, সাধনা, সুন্নাতকে আঁকড়ে ধরা, বিদআত থেকে বিরত থাকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা প্রদান, আমানত, পারস্পরিক অধিকারসমূহ, স্বামী-স্ত্রীর অধিকার, দুর্বল, অসহায়, দরিদ্র-অভাবীদের প্রতি সহানুভূতি, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার, আলেম-উলামার সম্মান, নামাজ, রোজা, হজ, যাকাত ও জিহাদসহ বিভিন্ন ইবাদত ও সৎকাজের ফজিলত, নিষিদ্ধ বিষয়াদি, আচার-আচরণ, পানাহারের নিয়ম-পদ্ধতি, পোশাক, ঘুম, শোয়া ও বসা ইত্যাদির নিয়ম-পদ্ধতি, স্বপ্ন সংক্রান্ত বিষয়াদির বর্ণনা, সাক্ষাৎ ও সালামের আদবসমূহ, রোগী পরিদর্শন, মৃত্যু ও তার পরবর্তী জীবন, যিকির ও দুআর বর্ণনা, জান্নাতের নেয়ামতসমূহ ও জাহান্নামের শাস্তির বর্ণনা এবং নানাবিধ বিষয়াদির ওপর কুরআন ও সহীহ সুন্নাহর ভিত্তিতে অতি সুন্দর ও জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে।
এই কিতাবটি সর্বসাধারণের জন্য সমানভাবে উপকারী। এর প্রায় সকল হাদীস প্রসিদ্ধ ছয়টি হাদীস গ্রন্থ – সহীহ আল-বুখারী, সহীহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ী, জামে তিরমিযী ও সুনানে ইবনে মাজাহ থেকে সংকলিত। এছাড়াও মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ আহমদ ও মুস্তাদরাকে হাকেম ইত্যাদি গ্রন্থ থেকেও হাদীস নেওয়া হয়েছে।
‘মাকছুদুর মোমেনীন’ বনাম ‘রিয়াযুস সালিহীন’
আমাদের দেশে প্রায় সব ঘরেই ‘মাকছুদুর মোমেনীন’ নামে একটি বই সংগ্রহীত রাখতে দেখা যায়। অনেক মুসলিম ব্যক্তির ইসলামী জ্ঞান শুধুমাত্র ‘মাকছুদুল মোমেনীন’ পর্যন্তই সীমাবদ্ধ। তারা মনে করে, ইসলাম তাই, যা উক্ত বইয়ে বর্ণনা করা হয়েছে। অথচ বাস্তবতা এর বিপরীত। কারণ সেই বইয়ে কিছু সহীহ কথা-বার্তা থাকলেও, তাতে যয়ীফ ও মাওযু (জাল) হাদীসের মিশ্রণ অনেক বেশি।
তাই আমরা মনে করি, ‘মাকছুদুর মোমেনীন’ সহ যে সকল বই যয়ীফ, মুনকার ও মাওযু হাদীস এবং ভিত্তিহীন কিসসা-কাহিনী দিয়ে ভর্তি, সে সকল বই পরিত্যাগ করে তার পরিবর্তে ‘রিয়াযুস সালিহীন’-এর একটি কপি সংগ্রহে রাখা এবং পরিবারের সবাইকে তা শিক্ষা দেওয়া অনেক বেশি শ্রেয় হবে। এই বইটি প্রতিটি মুসলিম পরিবারের অলংকার হওয়ার দাবিদার।
অনলাইনে ‘রিয়াযুস সালিহীন’ পড়ুন
বাংলায় ‘রিয়াযুস সালিহীন’ অনলাইনে অনুসন্ধান এবং অটো সাজেশনের সুবিধা সহ পড়ার জন্য ভিজিট করুন:
🔗 রিয়াদুস সালেহীন বাংলা (https://RiyadusSaliheenBd.com/)
অনলাইন সংস্করণ তৈরিতে দারুসসালাম (সৌদি আরব), মীনা বুক হাউস (ঢাকা) এবং তাওহীদ পাবলিকেশন্স (ঢাকা)-এর প্রকাশিত বইয়ের সহায়তা নেওয়া হয়েছে।
বইটি ডাউনলোড করুন এবং পরিবারের সবার সাথে শেয়ার করুন।
📥 বই ডাউনলোড করুন
