
এই বইটির তর্জমা ও তাফসীর করেছেন মাওলানা আশরাফ আলী থানভি (রহ) এবং মাওলানা ফজলুর রহমান মুন্সী। এটার অনুবাদ যেমন সহজ-সাবলীল তেমনি প্রায় প্রত্যেকটি সূরাতেই রয়েছে শানে নু্যুল এবং অপেক্ষাকৃত কঠিন আয়াতগুলোর সংক্ষিপ্ত কিন্তু সুন্দর ব্যাখা, যার অনেকগুলোই নেয়া হয়েছে তাফসীর ইবনে কাসীর ও কুরানুল কারীম হতে। এর আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এতে বাংলা উচ্চারণ দেয়া আছে, কাজেই আপনি আরবী পড়তে না পারলেও এই কোরআন শরীফটি পড়তে পারবেন (যদিও শুদ্ধ উচ্চারণের জন্য কোন আরবী পড়তে শিখে নেয়ার বিকল্প নেই)। যে বানান রীতিতে বাংলা উচ্চারণ দেয়া আছে তাও খুব সুন্দর। সুরার নামের সাথে ইন্টারেক্টিভ লিঙ্ক দেয়া হয়েছে।
ফেসবুকে যারা মন্তব্য করেছেনঃ
(Visited 98,315 times, 1 visits today)